২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
ফরিদগঞ্জের প্রখ্যাত হোমিও ডাক্তার নারায়ণ চক্রবর্তীর... তাহেরপুরের তিনশত বছরের বৃক্ষের নাম আজো অজানা স্মার্ট বাংলাদেশ গড়তে প্রাণিসম্পদের বিকল্প নেই : ইউএনও... প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী সড়ক দুর্ঘটনায় সংগীতশিল্পী পাগল হাসান সহ নিহিত-২ আহত-৩

সুপ্রিমকোর্ট বার নির্বাচনে জয়ী হলেন যাঁরা

 অনলাইন ডেস্ক। সমকালনিউজ২৪

সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশন (২০১৯-২০২০) নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। এবার নির্বাচনে বিএনটি আটটি পদে এবং আওয়ামী লীগ বাকি ছয়টি পদে জয় পেয়েছে।এর মধ্যে সভাপতি পদ পেয়েছে আওয়ামী লীগ আর সাধারণ সম্পাদক পদে জয়ের ধারা অব্যাহত রেখেছে বিএনপি। এই কমিটি আগামী এক বছর সমিতির ৯হাজার আইনজীবীর প্রতিনিধিত্ব করবেন।

সভাপতি পদে জয় পেয়েছেন আওয়ামীপন্থী আইনজীবীদের সাদা প্যানেলের এএম আমিন উদ্দিন। আর সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছেন বিএনপিপন্থী আইনজীবীদের নীল প্যানেলের প্রার্থী ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন।

সহসভাপতির দুটি পদের একটিতে বিএনপি, অন্যটিতে আওয়ামী লীগ জয় পেয়েছে। সম্পাদকীয় দুটি পদও দুই প্যানেল সমানভাগ ভাগ করে নিয়েছে।

তবে কোষাধ্যক্ষ পদে জয় পেয়েছে বিএনপি। কার্যনির্বাহী সাতটি সদস্য পদের মধ্যে চারটি পদে বিএনপিপন্থী প্যানেল জয়লাভ করেন।

শুক্রবার দুপুর ১২টার কিছুক্ষণ পর সুপ্রিমকোর্ট বার ভবনের হলরুমে এ ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ ওয়াই মশিউজ্জামান।

ঘোষিত ফলে দেখা গেছে, সভাপতি পদে আওয়ামী লীগের এম আমিন উদ্দিন পেয়েছেন ৩২২৫ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এজে মোহাম্মদ আলী পেয়েছেন ২৪৪৩ ভোট।

সাধারণ সম্পাদক পদে বিএনপির মাহবুব উদ্দিন খোকন পেয়েছেন ৩০৫৭ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আবদুন নুর দুলাল পেয়েছেন ২৬৪৯ ভোট। খোকন এ নিয়ে টানা সাতবার এই পদে জয়ী হলেন।

সহসভাপতির দুটি পদে বিজয়ী হয়েছেন বিএনপির আবদুল বাতেন ২৮৫৬ ভোট ও আওয়ামী লীগের মো. জসিম উদ্দিন ২৮৪৯ ভোট।

কোষাধ্যক্ষ পদে জয়ী হয়েছেন বিএনপির মো. ইমাম উদ্দিন ২৯৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মো. সৈয়দ আলম টিপু পেয়েছেন ২৮৩০ ভোট।

সহসম্পাদকের দুটি পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের কাজী শামসুল হাসান শুভ ২৭২৯ ভোট এবং বিএনপির শরিফ ইউ আহমেদ ২৭২২ ভোট।

কার্যনির্বাহী সাতটি পদের মধ্যে চারটি পদে বিএনপিপন্থী প্যানেল জয়লাভ করেছে। তাঁরা হলেন- রাশিদা আলিম ঐশী, মোহাম্মদ ওসমান চৌধুরী, কাজী আখতার হোসেন। আওয়ামী প্যানেল থেকে তিনজন জয়লাভ করেছেন। তাঁরা হলেন আফিয়া আফরোজ, চঞ্চল কুমার বিশ্বাস ও শামীম সরদার।

সভাপতি-সম্পাদক পদে দুই প্যানেল থেকে নির্বাচিত হওয়ায় সুপ্রিমকোর্ট বারের একচ্ছত্র নেতৃত্ব হারাল বিএনপি। সর্বোচ্চ আদালতে আইনজীবীদের নেতৃত্ব দুই অংশ বিভক্ত হয়ে গেল।

এর আগের দুই মেয়াদেই সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নেতৃত্বে ছিলেন বিএনপির আইনজীবীরা। গত দুই মেয়াদে সভাপতি ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। আর গত ছয়বার ধরে সাধারণ সম্পাদক পদে রয়েছেন মাহবুব উদ্দিন খোকন। এ নিয়ে টানা সাতবারের মতো সম্পাদক নির্বাচিত হলেন তিনি।

এর আগে আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে বুধবার শুরু হয় প্রথম দিনের ভোটগ্রহণ। এদিন ভোট দেন দুই হাজার ৯৭০ আইনজীবী। পরের দিন ভোট দেন দুই হাজার ৮৫১ আইনজীবী।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
রাজনীতি বিভাগের সর্বশেষ
ওপরে