সংঘর্ষের পর পাবনা মেডিকেল কলেজ বন্ধ ঘোষনা

নিজস্ব প্রতিবেদকঃ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনা মেডিকেল কলেজে ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন ৯ জন। এতে অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রিয়াজুল হক রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
পাবনা সদর থানা পুলিশের ওসি আব্দুর রাজ্জাক জানান, পাবনা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নয়ন ও সাধারণ সম্পাদক অদ্বিতীয় গ্রুপের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে বৃহস্পতিবার মধ্যে রাতে হাতাহাতির ঘটনা ঘটে। পরে শুক্রবার সকালে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে নয়জন নেতাকর্মী আহত হন। আহতদের পাবনা শহরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
মেডিকেল কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান তিনি।
samakalnews24.com এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
You must log in to post a comment.