৩০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
তালতলীতে টিসিবির পণ্য মুদির দোকানে বিক্রি, দোকানিকে ১৪... আক্কেলপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস... প্রাথমিক শিক্ষা হল মানুষের  জীবনের ফাউন্ডেশন... পাবর্ত্য শান্তিচুক্তি বাস্তবায়নে অনুষ্ঠিত হলো সপ্তম... আলহাজ্ব তোফাজ্জল হোসেন ঢালী উচ্চ বিদ্যালয়ে ঐতিহাসিক ৭ই...

অধিনায়কত্ব পেয়েও উৎসাহী নন সোহান, অপেক্ষা সেরাটা দেয়ার

  সমকালনিউজ২৪
sohan

প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক হলেন নুরুল হাসান সোহান। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত নেতৃত্ব দেওয়া সোহানের ওপর এখন বাংলাদেশ দলের দায়িত্ব। যদিও আসন্ন জিম্বাবুয়ে সিরিজে তাকেই অধিনায়ক করা হবে বলে জানা গেছে।

মাহমুদুল্লাহ রিয়াদকে তার খারাপ পারফরম্যান্স এবং সঠিক নেতৃত্বের ব্যর্থতার কারণে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। রিয়াদ শুধু নেতৃত্বই হারাননি, দলে জায়গাও হারিয়েছেন। দলের অভিজ্ঞ এই খেলোয়াড়কে অনেকটা বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়েছে।

জাতীয় দলের নেতৃত্ব পেয়ে উচ্ছ্বসিত নন, বরং দলের এবং নিজের সেরাটা দেয়ার অপেক্ষায় সোহান। জিম্বাবুয়ে সফরে যাবার আগে রোববার সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আলহামদুলিল্লাহ, এটা অবশ্যই গর্বের ব্যাপার। বাট আমার কাছে মনে হয় যে, সামনে যে চ্যালেঞ্জটা আছে সেটা নিয়ে চিন্তা ভাবনা করছি। তো আসলে, অতি উৎসাহী হবার কোনও সুযোগ নেই। আমার কাছে মনে হয় যে, দল এবং নিজের সেরাটা দেয়াই মূল লক্ষ্য।’

নেতা সোহানের লক্ষ্য জিম্বাবুয়েতে যেন একটা টিম হিসেবে খেলা। ঘরোয়া ক্রিকেটে লম্বা সময় ধরে নেতৃত্ব দেয়া সোহান দল হিসেবে খেলার উদাহরণ দিয়ে বলেছেন, ‘ঘরোয়া ক্রিকেটে আমি যতটা চেষ্টা করেছি সেটা যাতে টিম হিসেবে খেলা যায়। অবশ্যই জিম্বাবুয়ে সিরিজেও লক্ষ্য থাকবে একটা দল হিসেবে খেলার। আমার কাছে মেইন ব্যাপারটা দলের পরিবেশ। সবাই তো আর প্রতিদিন পারফর্ম করবে না, তো দলে যারাই থাকব একজনের সফলতা যেন অন্যরা সবাই উপভোগ করি। আমার কাছে মনে হয় যে এই সংস্কৃতিটা এবং দল হিসেবে খেলাটা গুরুত্বপূর্ণ।’

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
ওপরে