বরগুনা: স্থানীয় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বরগুনার বিষখালী নদীতে অবৈধ কারেন্টজাল দিয়ে নির্বিচারে মাছ শিকার করে চলেছেন মৎস্যজীবীরা।
রোববার (৩ মার্চ) দুপুর ২টার দিকে বরগুনার চরাঞ্চলে বিষখালী নদীতে গিয়ে দেখা যায়, বিষখালী নদীতে প্রায় ১৫ থেকে ২০ জন মৎস্যশিকারি অবৈধ কারেন্টজাল দিয়ে বিভিন্ন প্রজাতির মাছ শিকার করছেন।
মাঝেরচর এলাকার বাসিন্দা ইসমাইল ও বেলাল জানান, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিন থেকে পাঁচ কেজি পর্যন্ত ইলিশের পোনা ও বাচাসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ে এই কারেন্টজালে। যা চারশ’ থেকে ১৫শ’ টাকা পর্যন্ত বিক্রি হয়। সরকার কারেন্টজাল তৈরি, বহন ও ব্যবহার নিষিদ্ধ করলেও অর্থনৈতিক সংকট থাকায় এই জাল দিয়ে মাছের পোনা ধরেন তারা।
বরগুনা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা রুহুল আমীন জানান, বরগুনার বিভিন্ন চরাঞ্চলের কারেন্টজাল দিয়ে মাছ শিকার করা হচ্ছে। আমাদের লোকবল সংকট থাকার কারণে চর এলাকায় অভিযান পরিচালনা করতে হিমশিম খেতে হচ্ছে। তবে, যতটা সম্ভব অভিযান অব্যাহত রাখা হবে।