শহরে চুরি বৃদ্ধি পাওয়ায় সোমবার সন্ধায় বরগুনার বন্দর ক্লাবে পুলিশ ও নাগরিক প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বন্দর ক্লাবের সদস্য সচিব রেজাউল ইসলাম টিটুর সঞ্চালনায় আলোচনা করেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আবদুল হালিম, বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান, চেম্বার অব কমার্স বরগুনার ভারপ্রাপ্ত সভাপতি বাবু দিলীপ কর্মকার সাংবাদিক মোশাররফ হোসেন, ,সাবেক পৌর কাউন্সিলর আমিরুল ইসলাম স্বপন, ডেকরেটর ব্যবসায়ি সমিতির সভাপতি মো. মনিরুজ্জামান, ব্যবসায়ি আবুল কালাম আজাদ সহ বিভিন্ন ব্যবসায়ি সমিতির নেতৃবৃন্দ।
সভায় চুরি ছিনতাই বন্ধ করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত হয়।
সভাপতিত্ব করেন বন্দর ক্লাবের আহবায়ক শামসুল আলম শানু।