আজ ৫ জানুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসরের পর্দা উঠছে। আজ মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গত আসরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স এবং চিটাগং ভাইকিংস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টা ৩০ মিনিটে। এর পর বিকাল ৫ টা ২০ মিনিটে মাঠে নামবে ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস।
এদিকে রংপুর রাইডার্সের উদ্বোধনী ম্যাচে দেখা যাবে না টি-টুয়েন্টির থ্রি সিক্সটি ডিগ্রি নামে খ্যাত ডি ভিলিয়ার্সকে, কারণ তিনি পরে আসবেন। তবে সিলেট ম্যাচে যোগ দিবেন তিনি।
রংপুর রাইডার্স ও চিটাগং ভাইকিংস সম্ভাব্য একাদশ:
রংপুর রাইডার্সের সম্ভাব্য একাদস: ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, মোহাম্মদ মিঠুন, সেন উইলিয়ামস, রবি বোপারা, মেহেদী মারুফ, নাদিফ চৌধুরী, সোহাগ গাজী, মাশরাফি মর্তুজা, শাফিউল ইসলাম, নাজমুল ইসলাম অপু।
বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) খেলা সরাসরি দেখুন এখানে ক্লিক করে।
চিটাগং ভাইকিংসের সম্ভব্য একাদশ: লুক রনকি, মোহাম্মদ শাহজাদ, সাদমান ইসলাম, মুশফিকুর রহিম, সিকান্দার রাজা, মোসাদ্দেক হোসেন, রবি ফ্রিলিনক, সানজামুল ইসলাম, মোহাম্মদ আশরাফুল, আবু জায়েদ, খালেদ আহমেদ।