বগুড়ার আদমদীঘিতে রাত আটটার পর দোকান খোলা রেখে বেচাকেনা করার অপরাধে ৯টি দোকানে ১ হাজার ৮০০ টাকা জরিমানা ও ৭টি দোকানের বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমান আদালত। গত ১৩ আগষ্ট শনিবার রাত ৯টায় উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট শ্রাবণী রায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই আদেশ দেন। এসময় বিদ্যুত বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানাযায়, সরকার রাত ৮টার পর সকল দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেন। সেই নির্দেশ উপেক্ষা করে আদমদীঘি ও সান্তাহারে বেশির ভাগ দোকান খোলা রেখে বেচাকেনা চালাচ্ছিল। গত ১৩ আগষ্ট শনিবার নির্বাহি ম্যাজিষ্ট্রেট শ্রাবণী রায়ের নেতৃত্বে ভ্রাম্যামান টিম রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত সান্তাহার পৌর এলাকা, পূর্ব ঢাকারোড ও আদমদীঘি সদরে অভিযান চালান।
অভিযানে সান্তাহার স্টার হোটেল ও পাশের ইলেকট্রি সামগ্রি দোকানের ২০০ টাকা করে জরিমানা, হোটেল মৌবন ও বিসমিল্লাহ হোটেলের ২০০ টাকা করে জরিমানা ও বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ঢাকারোডে ২টি মুদি দোকান ও একটি হোটেলের ২০০ টাকা করে জরিমানা ও বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এছাড়া আদমদীঘি সদরে বিসমিল্লাহ ও ভাই ভাই হোটেলের ২০০ টাকা করে জরিমানা ও বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।