২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
বরগুনায় সংঘবদ্ধ ধর্ষণ, তিনজনের বিরুদ্ধে মামলা মহানবী (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে মতলবে বিক্ষোভ সমাবেশ বেতাগীতে অপহরণ মামলা ধামাচাপা দিতে মিথ্যা চাঁদাবাজির... আমতলীতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনা, নিহত -৩,অহত- ৪ একাধিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া

আদর্শ লাইব্রেরির উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

 ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ সমকাল নিউজ ২৪

পাইকগাছায় আদর্শ লাইব্রেরির উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনন্দ মোহন বিশ্বাস, ওসি ওবাইদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান স ম আব্দুল ওয়াহাব বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান অনিত রানী মন্ডল, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, কাজল কান্তি বিশ্বাস, জিএম আব্দুস সালাম কেরু। স্বাগত বক্তব্য রাখেন, আদর্শ লাইব্রেরীর প্রতিষ্ঠাতা ও সভাপতি সাহিদুল ইসলাম।

উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, নিরাপদ সড়ক চাই নিসচা’র সভাপতিত্বে এইচএম শফিউল ইসলাম ও সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মোঃ আব্দুল আজিজ।

অনুষ্ঠানে আদর্শ লাইব্রেরীর মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় উপজেলার হরিঢালী ইউনিয়নের হরিদাশকাটী গ্রামের প্রতিবন্ধী হাফিজা খাতুন ও গড়ইখালী ইউনিয়নের কুমখালী গ্রামের প্রতিবন্ধী শতাব্দী মৃধাকে হুইল চেয়ার প্রদান করা হয়।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
খুলনা বিভাগের সর্বশেষ
খুলনা বিভাগের আলোচিত
ওপরে