পবিত্র ঈদুল আযহা- র আনন্দ কাটতে না কাটতেই বরগুনার আমতলীতে ছিনতাই ঘটনা ঘটেছে।
জানা গেছে ৯ জুন সোমবার রাত অনুমান ১১ টার সময় পূর্ব তারিকাটার গ্রামের মালেক চৌকিদারের ছেলে কাঁচা মালামাল ব্যবসায়ী মো, রনি চৌকিদার স্থানীয় কড়াইবাড়িয়া বাজার, বান্দ্রা বাজার ও তারিকাটা বাজারে কাঁচামাল আড়তে মালামাল দিয়ে টাকা নিয়ে অটো রিক্সা যোগে বাড়ি আসার পথে আজিমপুর কালভাটের সামনে পৌঁছলে পথিমধ্যে কলাগাছ কেটে রাস্তায় ফেলে গতিপথ রোধ করে পাতাকাটা তারিকাটা গ্রামের মো,আল আমিন প্যাদা মো,নাসির প্যাদা আসিফ প্যাদা ও বাহাদুর আকন সহ আরো ৭/৮ জন দেশীয় অস্ত্র ও হাতুড়ি দিয়ে পিটিয়ে রনি চৌকিদার কে অজ্ঞান করে ফেলে তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল সেট নিয়ে পালিয়ে যায়। রনি চৌকিদারের ডাক চিৎকারে স্হানীয় মো,মোশাররফ খান, জসিম খান ও নিজাম উদ্দিন অজ্ঞান অবস্থায় রনি চকিদার কে উদ্ধার করে এম্বুলেন্স যোগে আমতলী সদর হাসপাতালে ভর্তি করেন।
আহত রনি চৌকিদার বলেন, আমি ছিনতাই কারীদের চিনতে পারায় তারা আমাকে খুন করার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র ও হাতুড়ি দিয়ে বেধরক পিটিয়ে অজ্ঞান অবস্থায় রাস্তায় ফেলে রাখে ও তারা আমাকে মৃত্যু ভেবে পালিয়ে যায়। তয়ন্তপূর্বক আমি এর সঠিক বিচার চাই।
আমতলী থানা অফিসার ইনচার্জ মো, আরিফুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি কিন্তু লিখিত অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।