২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
মধ্যপাড়া পাথর খনি এক মাস বন্ধের পর উত্তোলন শুরু আমতলীতে উপজেলা জাতীয়তাবাদী যুবদলের নেতা ফরাদ ফকির ও... ছাএদল নেতার ধর্ষণের হুমকিতে, মুখ খুললেন ভুক্তভোগী... জয়পুরহাটে প্রাইভেট কার-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ চাঁদপুরে পাঁচ ইউপি চেয়ারম্যান কারাগারে

আমতলীতে মিথ্যা হাঁস চুরির অপবাদ দিয়ে মারধর, আহত-৩ মুসলমানী অনুষ্ঠানের টাকা লুট

 আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ সমকালনিউজ২৪

আমতলীতে মিথ্যা হাঁস চুরির অপবাদ দিয়ে মুসলমানী অনুষ্ঠানের টাকা লুট করার অভিযোগ পাওয়া গেছে কলাপাড়া উপজেলার উওর চাকামইয়া গ্রামের আঃ হক মীরার ছেলে মো, নাজমুল মীর ও নাজমুল মীরের ছেলে রনি মীরার বিরুদ্ধে।

আহত শাহজালাল সবুজ তালুকদার জানান, নাজমুল মীরা এলাকার সন্ত্রাস প্রকৃতির লোক। গত বৃহস্পতিবার আমি আমার ছেলে আব্দুল্লাহ মুসলমানী অনুষ্ঠান করতে ছিলাম আমার বাড়ীতে বাড়ি ভতি আত্মীয়-স্বজন। আমার অনুষ্ঠানের ক্ষতি করার জন্য পরিকল্পিত ভাবে নাজমুল আমার বাড়িতে এসে বলে তুমি আমার ১ টি হাঁস ও ১ টি মোরগ এনে জবাই করে আত্মীয়দের খাওয়াইছো, তোমাকে মোটা অংকের জরিমানা টাকা দিতে হবে নাইলে তোমার অনুষ্ঠান করতে দেবো না বাড়িতে আত্মীয়-স্বজন বিধায় আমি বিষয়টি এড়িয়ে যাই। নাজমুল আমার ওপর ক্ষোভ নিয়ে চলে যায়। ২৫ শে জানুয়ারী আমি অনুষ্ঠানের জন্য আত্মীয়দের কাছে ধার করা টাকা পরিশোধ করতে রওয়ানা হলে শনিবার সন্ধ্যা ৭:৩০ মিনিট সময় উওর চাকামইয়া ব্রিজ সংলগ্ন মোড়ে আসলে পথিমধ্যে নাজমুল ও নাজমুলের ছেলে রনি আমার গতিপথ রোধ করে দেশীয় অস্ত্র দিয়ে আমাকে আঘাত করতে থাকে আমি মাটিতে লুটে পড়ি আমাকে বাঁচাতে দঃ গোপখালীর খায়রুল প্যাদা ও মামুন প্যাদা আসলে তাদেরকে বেদারক মারধর করে ও আমার কাছে থাকা ৪৬ হাজার ৫০০ শত টাকা লুট করে নিয়ে যায়।

আমাদের চিৎকারে স্থানীয় আঃ হাকিম, আফেজ গাজী ও মেম্বার মো, শামীম হাওলাদার আমাদের কে উদ্ধার করে আমতলী হাসপাতালে ভর্তি করেন। মামলার প্রস্তুতি চলছে।

আমতলী থানা অফিসার ইনচার্জ মো আরিফুর ইসলাম বলেন, বিষয় টি শুনেছি লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পাইলে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
বরগুনা বিভাগের সর্বশেষ
বরগুনা বিভাগের আলোচিত
ওপরে