৩০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
তালতলীতে টিসিবির পণ্য মুদির দোকানে বিক্রি, দোকানিকে ১৪... আক্কেলপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস... প্রাথমিক শিক্ষা হল মানুষের  জীবনের ফাউন্ডেশন... পাবর্ত্য শান্তিচুক্তি বাস্তবায়নে অনুষ্ঠিত হলো সপ্তম... আলহাজ্ব তোফাজ্জল হোসেন ঢালী উচ্চ বিদ্যালয়ে ঐতিহাসিক ৭ই...

আমিরাতে ‘ওয়াক ফর এডুকেশন’ র‌্যালিতে বাংলাদেশের এন্টিভাইরাস বিডি টিম

  সমকালনিউজ২৪

Dubai_BDBG_823604314

দুবাই: উন্নয়নশীল দেশের সুবিধাবঞ্চিত শিশুদের সাহায্যার্থে প্রতি বছরের মতো সংযুক্ত আরব আমিরাতের দুবাই কেয়ারস এবারও আয়োজন করেছে ‘ওয়াক ফর এডুকেশন’ নামে বিশেষ র‌্যালি

আর এই বিশেষ র‌্যালিতে লাল সবুজ পতাকা হাতে ২য় বারের মতো অংশ নিয়েছে বাংলাদেশি ১২ তরুণ।

শুক্রবার (০৪ মার্চ ) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত দুবাই ক্রিক পার্কে এ র‍্যালি বের করা হয়।

র‍্যালিতে প্রায় ১০ হাজার নিবন্ধনকারী অংশ নেন। এ সময় তারা দুবাই কেয়ারস লোগো যুক্ত একটি টি-শার্ট ও ক্যাপ টি-শার্ট পরিধান করে।

র‍্যালিতে অংশগ্রহণকারীদের থেকে ৩০ দিরহাম করে নেওয়া হয়। যা বিশ্বের ৩৮টি উন্নয়নশীল দেশে  ১কোটি ৩০ লাখ সুবিধাবঞ্চিত শিশুদের সাহায্যে ব্যয় করবে দুবাই কেয়ারস।

জমকালো এই আয়োজনে অ্যান্টিভাইরাস বিডি টিম বাংলাদেশের পতাকা হাতে নিয়ে অংশ নেয়।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
প্রবাসের খবর বিভাগের সর্বশেষ
প্রবাসের খবর বিভাগের আলোচিত
ওপরে