কাজী নজরুল ইসলাম,চাঁদপুর ::
ক্ষমতাসীন আওয়ামী লীগের আগের কমিটিতে থাকা বেশ কয়েকজন নেতাকে পদোন্নতি দিয়ে নতুন কমিটিতে রাখা হয়েছে।
শনিবার ২১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দলের ২১তম জাতীয় কাউন্সিলে প্রধানমন্ত্রী ও আ’লীগের সভাপতি শেখ হাসিনার ঘোষনায় নতুন কমিটিতে স্থান পেয়েছেন চাঁদপুরের ২ কৃতি সন্তান।
তারা হলেন আ’লীগের কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী।
নতুন কমিটিতে স্থান পাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী ও সভাপতি শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন চাঁদপুরবাসী। এলাকায় আনন্দের জোয়ার বইছে।
‘বিদ্রঃ সমকালনিউজ২৪.কম একটি স্বাধীন অনলাইন পত্রিকা। সমকালনিউজ২৪.কম এর সাথে দৈনিক সমকাল এর কোন সম্পর্ক নেই।’