৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
বকশীগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতি সভা... সিলেটে দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক... চাঁদপুরে আ.লীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার বরগুনার পাথরঘাটায় বজ্রপাতে তিন শিক্ষার্থীসহ আহত ৪ সাবেক এমপি জ্যাকব গুলশান থেকে আটক

আড়াইশ শিক্ষার্থীরা বৃষ্টিতে ভিজে পানিসম্পদ প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা

  সমকালনিউজ২৪

পটুয়াখালীর দশমিনায় শনিবার দুপুরে আড়াইশ শিক্ষার্থীকে বৃষ্টিতে ভিজিয়ে সমালোচনার মুখে পড়েছেন হাছিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন।

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের নদী ভাঙন এলাকা পরিদর্শন উপলক্ষে স্কুলের আড়াইশ শিক্ষার্থীরা বৃষ্টিতে ভিজে তাকে শুভেচ্ছা জানায়। এ ঘটনায় ক্ষুব্ধ উপজেলার মানুষ।

পূর্ব নির্ধারিত সফরসূচি অনুযায়ী শনিবার পটুয়াখালীর দশমিনার নদী ভাঙন এলাকায় পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী। এ উপলক্ষে হাঝিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের আড়াইশ শিক্ষার্থীকে কয়েক ঘন্টা সড়কের দুই পাশে দাড় করিয়ে রাখা হয়। এ সময় বৃষ্টি এলেও প্রতিমন্ত্রী বিদায় নেয়া পর্যন্ত শিক্ষার্থীদের রেহাই দেয়া হয়নি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা।

 

হাছিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন বলেন, প্রতিমন্ত্রী আসবেন শুনে শিক্ষার্থীরাই সড়কে দাড়িয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছে। তাদের বাধ্য করা হয়নি।

উপজেলা উপজেলা শিক্ষা অফিসার সেলিম মিয়া বলেন, বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীদের শুভেচ্ছা জানানোর নিয়ম নেই। তাছাড়া এ নির্দেশনাও দেয়া হয়নি। প্রধান শিক্ষক অতি উৎসাহী হয়ে এমনটা করতে পারেন।

 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ বলেন, আমি প্রতিমন্ত্রীর সঙ্গে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জেনেছি। স্কুলটি এমপিওভুক্ত না হওয়ায় প্রধান শিক্ষক প্রতিমন্ত্রীর সহানুভুতি পেতে এ কাজ করতে পারেন।

খবরঃ ডেইলি বাংলাদেশ

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
বিশেষ প্রতিবেদন বিভাগের সর্বশেষ
বিশেষ প্রতিবেদন বিভাগের আলোচিত
ওপরে