৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আহত চাঁদপুরে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা টাঙ্গাইলের মির্জাপুরের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি... পার্বতীপুরে মুখোমুখি সংঘর্ষে নিহত-২, আহত-১ কালাইয়ে ২ দিন ব্যাপী বিজ্ঞান মেলা শুরু

কমরেড মনি সিংহ ১২৩তম জন্মদিন পালিত

 দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধিঃ সমকালনিউজ২৪

নেত্রকোনার দুর্গাপুরে বৃটিশ বিরোধী সংগ্রামী, টঙ্ক আন্দোলনের মহানায়ক, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্টাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমডের মণি সিংহের ১২৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। রোববার দিনব্যাপি নানা আয়োজনে এ জন্মবার্ষিকী পালিত হয়।

এ উপলক্ষে কমরেড মণি সিংহ মেলা উদযাপন কমিটির আয়োজনে মণি সিংহ স্মৃতি জাদুঘর চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন মাধ্যমে পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ও মেলা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত আহŸায়ক কমরেড ডাঃ দিবালোক সিংহ। পরবর্তিতে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের পক্ষ থেকে কমরেড মনিসিংহের প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পন শেষে মনি সিংহ মিলনায়তনে মহান নেতার কর্ম ও ব্যক্তি জীবনের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়

এ সময় অন্যদের মধ্যে, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ, আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফিক, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, পারভীন আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফাহমী ভূঞাঁ (শিপার), সাবেক পৌর কাউন্সিলর মতিউর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম সফিক, প্রেসক্লাব সাধারন সম্পাদক জামাল তালুকদার, উপজেলা সিপিবির সভাপতি আলকাছ উদ্দিন মীর, সাধারন সম্পাদক রুপন কুমার সরকার, সহ:সাধারন সম্পাদক মোরশেদ আলম, সদস্য শামছুল আলম খান, যুব ইউনিয়ন সভাপতি নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। আলোচনা শেষে স্থানীয় উদীচী ও শিল্পকলা একাডেমি এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

কমরেড মণিসিংহ ১৯০১ সালের ২৮ জুলাই কলকাতার এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি সততা, সাহস, আত্মত্যাগ, মানবপ্রেম, গরীব-দুঃখী শোষিত-নির্যাতিত মেহনতি মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা, গভীর দেশপ্রেম এর মূর্ত প্রতীক হয়ে থাকবেন। তিনি আ-মৃত্যু গরিব মেহনতি মানুষের মুক্তির লক্ষে সংগ্রাম করে গেছেন। ১৯৯০ সালের ৩১ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
নেত্রকোনা বিভাগের সর্বশেষ
ওপরে