লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ও স্বাধীনতা যুদ্ধে সাহসিকতার জন্য সর্বপ্রথম বীর বিক্রম খেতাবপ্রাপ্ত ড. কর্নেল (অব.) অলি আহমদকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেনদ্র মোদি।
১৩ মার্চ মেইল করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রমকে শুভেচ্ছা জানান।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার প্যাডে পাঠানো এক বার্তায় বলেন, প্রিয় ড. কর্নেল অলি আহমদ, শুভ জন্মদিন। এ বছরটিতেও তোমার জীবন সুখ ও সাফল্যে ভরে উঠুক, নরেন্দ্র মোদি।
উল্লেখ্য, ১৩ই মার্চ ছিলো ড. কর্নেল (অব.) অলি আহমদ এর ৮২ তম জন্মদিন।
‘বিদ্রঃ সমকালনিউজ২৪.কম একটি স্বাধীন অনলাইন পত্রিকা। সমকালনিউজ২৪.কম এর সাথে দৈনিক সমকাল এর কোন সম্পর্ক নেই।’