৩০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
তালতলীতে টিসিবির পণ্য মুদির দোকানে বিক্রি, দোকানিকে ১৪... আক্কেলপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস... প্রাথমিক শিক্ষা হল মানুষের  জীবনের ফাউন্ডেশন... পাবর্ত্য শান্তিচুক্তি বাস্তবায়নে অনুষ্ঠিত হলো সপ্তম... আলহাজ্ব তোফাজ্জল হোসেন ঢালী উচ্চ বিদ্যালয়ে ঐতিহাসিক ৭ই...

কলেজ র‍্যাংকিং ঘোষণা, আবারো দেশসেরায় রাজশাহী কলেজের হ্যাটট্রিক।

 আর আই সবুজ, রাজশাহী কলেজ প্রতিনিধি: সমকালনিউজ২৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিং এ আবারো দেশের সেরা কলেজের গৌরব অর্জন করলো রাজশাহী কলেজ।

আজ ২৫ ফেব্রুয়ারি ২০১৯ খ্রিঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. হারুন- অর- রশিদ সকাল ১১ টায় সংবাদ সম্মেলনে কলেজ র‌্যাংকিং ২০১৭- এর ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। ২০১৫,২০১৬ ও সর্বশেষ ২০১৭ সালে ঘোষিত কলেজ র‌্যাংকিং -এ রাজশাহী কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজসমূহের মধ্যে পরপর তিনবার দেশ সেরা হওয়ার গৌরব অর্জন করল। এ ছাড়াও বিভিন্ন মানদণ্ডে ২০১৬,২০১৭ ও ২০১৮ সালে শিক্ষা মন্ত্রাণালয় কর্তৃক পরপর তিনবার দেশ সেরা কলেজ হয় রাজশাহী কলেজ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিং তালিকায় দেশের শীর্ষ ৫ কলেজের এবারে প্রথম স্থান রয়েছে রাজশাহী কলেজ। তৃতীয়বারের মতো (৭২.৯৬ পয়েন্ট) পেয়ে সেরা জায়গাটি দখল করলো রাজশাহী কলেজ।

প্রসঙ্গত, উত্তরাঞ্চলে শিক্ষা বিস্তারের ঐতিহ্যবাহী শিশু বিদ্যাপীঠ রাজশাহী কলেজ প্রায় দেড়শো বছর আগে প্রতিষ্ঠিত। হাজারো জ্ঞানীগুণী এ বিদ্যাপীঠের আলোয় আলোকিত হয়ে এখন আলো ছড়াচ্ছেন দেশ-বিদেশে। এবারও জাতীয় বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিং তালিকায় অক্ষুন্ন রয়েছে এ কলেজটি।

রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান জানান, রাজশাহী কলেজের শিক্ষার্থীরা হল সৃজনশীল, সৃষ্টিশীল ও মননশীল। তাই পরপর তিনবার ১ম স্হান ধরে রাখা সম্ভব হয়েছে।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
রাজশাহী বিভাগের সর্বশেষ
ওপরে