২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
মধ্যপাড়া পাথর খনি এক মাস বন্ধের পর উত্তোলন শুরু আমতলীতে উপজেলা জাতীয়তাবাদী যুবদলের নেতা ফরাদ ফকির ও... ছাএদল নেতার ধর্ষণের হুমকিতে, মুখ খুললেন ভুক্তভোগী... জয়পুরহাটে প্রাইভেট কার-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ চাঁদপুরে পাঁচ ইউপি চেয়ারম্যান কারাগারে

কালাইয়ে ২ দিন ব্যাপী বিজ্ঞান মেলা শুরু

 রনি আকন্দ,জয়পুরহাট প্রতিনিধিঃ সমকালনিউজ২৪

জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময় এই প্রতিপাদ্য সামনে রেখে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলেক্ষে জয়পুরহাটের কালাইয়ে দুই দিন ব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। মেলা চলবে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত।

উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় কালাই সরকারি মহিলা কলেজ মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউনো) মোছা. শামিমা আক্তার জাহান ।

বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন মেলায় বসেছে বিভিন্ন প্রথমিক-মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের ২১টি স্টল।

উদ্ধোধন শেষে মেলার প্রতিটি স্টল ঘুরে ক্ষুদে বিজ্ঞানীদের সঙ্গে কথা বলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহানসহ আমন্ত্রিত অতিথিরা।

মেলায় বিভিন্ন স্টলে বিজ্ঞান বিষয়ে নতুন নতুন উদ্ভাবন নিয়ে কথা বলতে পেরে একদিকে উচ্ছ্বসিত ক্ষুদে বিজ্ঞানীরা, অন্যদিকে এসব দেখতে পেরে দারুণ খুশি বিভিন্ন বয়সী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

মেলায় অংশ নেয়া বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের নানা উদ্ভাবনী প্রদর্শন করেন।

এসময়, কালাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেকার রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী মনোয়ারুল হাসান, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যাক্ষ মো.নাজিম উদ্দিন, কালাই ডিগ্রি কলেজের অধ্যাক্ষ মো.হাবিবুর রহমানসহ বিবিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও সুধীজন উপস্থিত ছিলেন।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
ওপরে