১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
চাঁদপুরে দুর্বৃত্তদের গুলিতে সেলসম্যান নিহত,পরিবারে... পীরগঞ্জে এক ব্যক্তির মরদেহ উদ্ধার মতলবে যাত্রীবাহী দুটি লঞ্চ থেকে ১২ শ কেজি জাটকা উদ্ধার আদমদীঘিতে বাবা-ছেলের পথরোধ করে মারপিটের অভিযোগ মতলবে বিরাট গরু ছাগলের হাটের শুভ উদ্বোধন

কুয়াকাটা সৈকতে ভেসে এলো কাঁকড়াভুক পাইন্না সাপ

 মনিরুল ইসলাম,কুয়াকাটা প্রতিনিধিঃ সমকাল নিউজ ২৪

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে ভেসে এলো বিরল প্রজাতির মৃদু বিষধর কাঁকড়া-ভুক পাইন্না সাপ। যেটাকে এক নজর দেখতে ভীড় জমায় পর্যটকসহ স্থানীয়রা।

 

শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে সৈকতের পূর্বপাশ থেকে প্রায় ২ ফুট লম্বা এ সাপটি উদ্ধার করেন ‘অ্যানিম্যাল লাভারস অফ পটুয়াখালী’র বন্যপ্রাণী উদ্ধারকর্মীরা।

 

সৈকতের বাইক চালক আব্দুল সালাম প্রথমে সাপটি দেখতে পেয়ে স্থানীয় পরিবেশবাদী সংগঠনকে খবর দেন। পরে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন (উপরা) অ্যানিম্যাল লাভারস অফ পটুয়াখালী, পৌরসভা কর্মী ও বনবিভাগের যৌথ উদ্যোগে সাপটি উদ্ধার করে নিরাপদে অবমুক্ত করা হয়।

 

অ্যানিম্যাল লাভারস অফ পটুয়াখালীর রেসকিউ এন্ড রিলিজ উইং প্রধান আসাদুল্লাহ হাসান মুছা জানান, কাঁকড়া-ভুক পাইন্না একটি বিরল প্রজাতির পানিসাপ। এটি মৃদু বিষধর হলেও মানুষের জন্য ঝুঁকিপূর্ণ নয়। সাপটির বিশেষ বৈশিষ্ট্য হলো এটি কাঁকড়াকে টুকরো টুকরো করে খায়, যা সাপের জগতে বিরল। সুন্দরবনসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলে এ প্রজাতি পাওয়া যায় এবং জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

বনবিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা কেএম মনিরুজ্জামান বলেন, কাঁকড়াভুক পাইন্না সুন্দরবনে পাওয়া বিরল ও মৃদু বিষধর পানিসাপ। এর প্রধান খাদ্য কাঁকড়া ও জলজ প্রাণী। নিশাচর ও লাজুক স্বভাবের এই সাপ মানুষের জন্য ক্ষতিকর নয়। সঠিক তথ্য না জানার কারণে অনেক সময় মানুষ অকারণে সাপ মেরে ফেলে, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
পরিবেশওজীববৈচিত্র্য বিভাগের আলোচিত
ওপরে