নোয়াখালীর কোম্পানীগঞ্জে চর উন্নয়ন ও বসতি স্থাপন প্রকল্প ব্রিজিং(অতিরিক্ত অর্থায়ন)এর সামাজিক ও জীবিকা উন্নয়ন বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
সোমবার বেলা ১১ টার সময় চর এলাহী ইউনিয়ন পরিষদ হল রুমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে ও সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মেজবা উল আলম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী হরষিত কুমার সাহা, উপজেলা কৃষি অফিসার মো:বেলাল হোসেন , উপজেলা মৎস অফিসার সত্যজিৎ মজুমদার, চর এলাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচাল সাইফুল ইসলাম, উন্নয়ন কর্মী আবদুর রহিমসহ কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন এরিয়া ম্যানেজার গেলামুর রহমান।