৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
বরিশাল সিটি নির্বাচনে নৌকার সমর্থনে সাবেক এমপি মনি’র... দুর্গাপুরের শ্রান্ত জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায়... চাঁদপুর সদর হাসপাতাল থেকে ৪ দালাল গ্রেফতার আক্কেলপুরে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপন রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

গোপন রহস্য ফাঁস করতে যাচ্ছেন অপু বিশ্বাস

 মিডিয়া ও বিনোদন ডেস্কঃ সমকালনিউজ২৪
গোপন রহস্য ফাঁস করতে যাচ্ছেন অপু বিশ্বাস

ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। অভিনয়ের পাশাপাশি রাঁধুনি হিসেবেও বেশ প্রশংসিত। শাকিব খান নিজেও বেশ কিছু অনুষ্ঠানে অপুর হাতের রান্নার প্রশংসা করেছেন। চলচ্চিত্রের অনেকে এরইমধ্যে অকপটে স্বীকার করেছেন অপু বেশ পাকা রাঁধুনি।

অপু কীভাবে রান্না করেন? আর তার রান্না করা খাবারগুলো এত স্বাদ হয় কেমন করে? এমন প্রশ্ন এখন অনেকের মনে। এবার রান্নার সেই গোপন রহস্য ফাঁস করবেন অপু বিশ্বাস। ঈদে একুশে টিভির রান্নাবিষয়ক অনুষ্ঠানে হাজির হতে যাচ্ছেন এই চিত্রনায়িকা। শারমিন লাকির উপস্থাপনায় এতে অপু রান্না করবেন বেশ কিছু লোভনীয় খাবার। আজ শুটিং হবে একুশে টিভির নিজস্ব সেটে।

অপু বিশ্বাস বলেন, ‘রাঁধুনি হিসেবে আমি খুব একটা খারাপ না। পরিচিতজনদের মুখে প্রায়ই আমার রান্না করা খাবারের প্রশংসা শুনতে পাই। শুটিংয়ে আমি আমার খাবার বাসা থেকে নিয়ে যাই। কিন্তু খুব কমই সেটা আমার ভাগ্যে জোটে। শুটিং ইউনিটের সবাই মিলে তা শেষ করে ফেলে। পরে বাধ্য হয়ে আমাকে ইউনিটের খাবার খেতে হয়।’

অপু বিশ্বাস আরও বলেন, ‘রান্নাবিষয়ক অনুষ্ঠান করার জন্য এ পর্যন্ত বহু প্রস্তাব পেয়েছি। কিন্তু করা হয়নি। এবার অংশ নিচ্ছি। অনুষ্ঠানে চমকপ্রদ কিছু খাবার পরিবেশন করবো। দর্শকদের এর রেসিপি শেখাবো।’

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
ওপরে