কাজী নজরুল ইসলাম,চাঁদপুর ::
প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ বাছাই প্রতিযোগিতায় চাঁদপুর জেলার ৮টি উপজেলার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষাবান্ধব ইউএনও নির্বাচিত হয়েছেন জনপ্রশাসন পদক প্রাপ্ত চাঁদপুর সদর উপজেলার নির্বাহী অফিসার কানিজ ফাতেমা পিএএ। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই চাঁদপুর জেলা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো: মাজেদুর রহমান খাঁন এবং বাছাই কমিটির সদস্য সচিব চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: সাহাব উদ্দিন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও অনুমোদন দিয়েছেন।
শিক্ষাবান্ধব ইউএনও কানিজ ফাতেমা ২৯তম বিসিএস প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হন সফল এ মহয়সী নারী কর্মকর্তা। ১৯৮৫ সালে নওগা জেলার পত্নীতলার নজিপুর গ্রামে আবদুল করিম ও সেলিনা বেগম দম্পতির ঘর আলোকিত করেন তিনি। দুই ভাই-তিন বোন। শিক্ষা জীবনে প্রথম হাতেখড়ি হয় নওগার নজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। এরপর মাধ্যমিক শিক্ষা জীবন শুরু করেন পিএস সরকারি গার্লস হাইস্কুল থেকে। উচ্চমাধ্যমিকে রাজশাহী ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ থেকে পাস করেন। উচ্চশিক্ষা লাভের জন্য ভর্তি হন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। সেখান থেকে ২০০৬ সালে অনার্স এবং ২০০৭ সালে মাস্টার্স পাস করেন। ২০০৭ সালে অনার্স পাস করেই বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাকের ‘ইয়াং প্রফেশনাল’ পদে যোগদান করেন। এরপর ঢাকা স্টক একচেঞ্জে চাকরি করেন। ২০১০ সালে ২৯তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে ২০১১ সালের ১ আগস্ট গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে ‘সহকারী কমিশনার’ হিসেবে যোগদান করেন।
২০১৪ সালের শুরুর দিকে ‘সহকারী কমিশনার’ হিসেবে ফেনী জেলায়, একই বছরের শেষের দিকে সোনাগাজী উপজেলায় যোগদান করেন। ২০১৫ সালের ৬ জুলাই চাঁদপুরের মতলব দক্ষিণে ‘সহকারী কমিশনার (ভূমি)’ হিসেবে যোগদান করেন। ২০১৬ সালে ‘সিনিয়র সহকারী কমিশনার’ হিসেবে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এবং ২০১৭ সালের জুন মাসে ‘উপজেলা নির্বাহী কর্মকর্তা’ হিসেবে চাঁদপুর সদরে যোগদান করে নিজের কর্মস্পৃহাকে বাড়িয়ে তোলেন।
জীবনে অসংখ্য পুরস্কার পেয়ে থাকলেও শ্রেষ্ঠ অর্জন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে ২০১৭ সালে ‘জনপ্রশাসন পদক’ লাভ করা।
‘বিদ্রঃ সমকালনিউজ২৪.কম একটি স্বাধীন অনলাইন পত্রিকা। সমকালনিউজ২৪.কম এর সাথে দৈনিক সমকাল এর কোন সম্পর্ক নেই।’