চাঁদপুরের ফরিদগঞ্জে অবৈধ ইট ভাটার বিরুদ্ধে জেলা প্রশাসনের কঠোর অভিযান পরিচালিত হয়।
রবিবার ৯ মার্চ জেলার ফরিদগঞ্জ উপজেলায় অবৈধ লাইসেন্সবিহীন ভাবে পরিচালিত হওয়ায় মেসার্স টুবগী ব্রিকস, মেসার্স মানিকরাজ ব্রিকস ও মেসার্স ভঙ্গেরগাঁও ব্রিকস এই তিনটি ইট ভাটা ভেঙে বন্ধ করে দেওয়া হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন, চাঁদপুর পরিবেশ সুরক্ষা ও আইন বাস্তবায়নে আপসহীন।