২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
মধ্যপাড়া পাথর খনি এক মাস বন্ধের পর উত্তোলন শুরু আমতলীতে উপজেলা জাতীয়তাবাদী যুবদলের নেতা ফরাদ ফকির ও... ছাএদল নেতার ধর্ষণের হুমকিতে, মুখ খুললেন ভুক্তভোগী... জয়পুরহাটে প্রাইভেট কার-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ চাঁদপুরে পাঁচ ইউপি চেয়ারম্যান কারাগারে

চাঁদপুরে চাঁদাবাজ কাউসার মাল গ্রেফতার, এলাকাবাসীর মাঝে স্বস্তি

 কাজী নজরুল ইসলাম, চাঁদপুরঃ  সমকালনিউজ২৪

চাঁদপুর পৌরসভার ১৪ নং ওয়ার্ড বাবুরহাট এলাকার চিহ্নিত চাঁদাবাজ কাউসার মালকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। এতে স্থানীয় বাসিন্দাদের মাঝে ফিরেছে স্বস্তি।

মঙ্গলবার ২১ জানুয়ারি রাতে সেনাবাহিনীর কর্মকর্তা মোঃ জাবিদ হাসানের এর নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃত চাঁদাবাজ কাউসার মালকে মঙ্গলবার রাতে চাঁদপুর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাহার মিয়া।
গ্রেফতারকৃত কাউসার মাল চাঁদপুরের বাবুরহাট ১৪ নং ওয়ার্ড মৃত সাত্তার মালের ছেলে।

পুলিশ ও সেনাবিাহিনী জানান, একটি রাজনৈতিক দলের নাম ভাঙ্গিয়ে দীর্ঘদিন যাবত বাবুরহাট এলাকায় বাস স্ট্যান্ড সিএনজি ও অটো স্ট্যান্ড সহ বাজার থেকে চাঁদাবাজি করে আসছিল এই কাউসার মাল। দীর্ঘ বছর যাবৎ কাওসার মাল বাবুরহাট এলাকায় রাস্তার পাশে সরকারি জায়গায় বিভিন্ন স্ট্যান্ড বসিয়ে চাঁদা আদায় করে। এছাড়া বাজারের রাস্তার পাশে বিভিন্ন ভাসমান দোকান বসিয়ে চাঁদা আদায় করতো।

স্থানীয় ব্যবসায়ী ও ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে চাঁদাবাজির ঘটনায় চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ও সি) মো. বাহার মিয়া বলেন, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আজ বুধবার তাকে চাঁদপুর আদালতে তোলা হবে।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
চাঁদপুর বিভাগের সর্বশেষ
চাঁদপুর বিভাগের আলোচিত
ওপরে