চাঁদপুরে এ প্রথম ‘ নতুন শিক্ষাক্রম ২০২৩ এর আলোকে শিক্ষার মান উন্নয়ন শীর্ষক’ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে বুধবার ২১ সেপ্টেম্বর চাঁদপুর বিপনিবাগ কমিউনিটি সেন্টারে সকাল ১০ টায় পপি লাইব্রেরির আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন পপি লাইব্রেরির স্বত্বাধিকারী বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আলহাজ আব্দুল মজিদ।
চাঁদপুর গণি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি মো.আব্বাস উদ্দিন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ ফেরদৌস আহমেদ চৌধুরী।
উপস্থাপনায় ছিলেন পপি লাইব্রিরির ডিজিএম ফারুক আহমেদ ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন ও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,পপি লাইবেরি’র জেনারেল ম্যানেজার অধ্যক্ষ আল আমিন সরকার, ডিএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, বেসরকারি শিক্ষক সমিতির সভাপতি ও লেডিদেহলভি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো.ইলিয়াছ মিয়া, এমএম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো.সাখাওয়াত হোসেন, চান্দ্রা ইয়াকুব আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো.মকবুল হোসেন, আক্কাস আলী উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো. গোফরান হোসেন ।