চাঁদপুরে নাশকতার মামলায় সদর উপজেলার আওয়ামী লীগ সমর্থিত পাঁচ ইউপি চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে নাশকতার মামলায় চাঁদপুর কোর্টের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর থানার অফিসার ইনচার্জ মো. বাহার মিয়া।
কারাগারে পাঠানো চেয়ারম্যানরা হলেন- ৪নং শাহ মাহমুদপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু, ৯নং বালিয়া ইউপি চেয়ারম্যান মো. রফিক উল্লাহ পাটোয়ারী, ৬নং মৈশাদী ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম পাটোয়ারী, ১৩নং হানারচর ইউপি চেয়ারম্যান মো. আব্দুস সাত্তার রাঢী ও ২নং আশিকাটি ইউপি চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন।
পরে আটককৃতদের আদালতের নির্দেশে জেল হাজতে প্রেরণ করা হয়।