চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৫নং রূপসা উত্তর ইউনিয়নের সুযোগ্য ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।
বুধবার ২৯ জানুয়ারি চাঁদপুর থেকে নিজ কর্মস্থলে ফরিদগঞ্জ রূপসায় যাওয়া পথে রুপসা বাজারের কাছাকাছি সড়কে অটো রিস্কা দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। তাকে প্রথমে স্থানীয়রা উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা শেষে চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
দুর্ঘটনার সংবাদ পেয়ে ভূমি অফিসার্স কল্যাণ সমিতি চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ভূমি সহকারী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, ফরিদগঞ্জ পৌর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মেঃ মিজানুর রহমান আহত ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলামকে হাসপাতলে দেখতে যান এবং চিকিৎসা সেবার খোঁজ-খবর নেন।
এ সময় তাহার নিকটতম আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন। পরিবারের পক্ষ থেকে দ্রুত সুস্থতায় সকলের নিকট দোয়া চেয়েছেন।