বিনোদন ডেস্কঃ
চিত্রনায়ক নিরবের মা নূরজাহান আলম না ফেরার দেশে চলে গেলেন।
আজ (২৪ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর পান্থপথ বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ’ত্যু হয়। মৃ’ত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৪।
নিরবের মায়ের মৃ’ত্যু সংবাদটি নিশ্চিত করেছে তার পরিবার।
নিরবের স্ত্রী তাসফিয়া ঋদ্ধি জানান, অনেক বছর ধরে কিডনি, হার্টের সমস্যায় ভুগছিলেন তার শাশুড়ি নূরজাহান আলম। নিয়মিত ডায়ালাইসিস করতে হতো, রক্ত দিতে হতো। এছাড়া হার্টে রিং-ও পরানো ছিল।
তিনি বলেন, বুধবার রাত ৩ টার দিকে আম্মার শ্বাসকষ্ট ওঠে। সঙ্গে সঙ্গে কাফরুলের বাসা থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক জানান, রক্তে হিমোগ্লোবিন কমে যায়। এতে ফুসফুসে শ্বাসকষ্ট দেখা দেয়। সকাল ৭ টা ৪০ মিনিটে মারা যান।
জানা যায়, নিরবের মায়ের দাফন হবে তার গ্রামের বাড়ি রাজবাড়ি সদরের বসন্তপুর গ্রামে। বৃহস্পতিবার বাদ মাগরিব শেষে জানাজা শেষে পারিবারিক কবরেস্থানে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
নূরজাহান আলমের মরদেহ নিয়ে দুপুর সাড়ে ১২ টায় রাজবাড়ির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন নিরব ও তার পরিবার।