১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
চাঁদপুরে ৭৭ কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষায় ৩৪ হাজার... বরগুনায় মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি জাহাঙ্গীর... ইসরায়েলে ধংসযজ্ঞের প্রতিবাদে চাঁদপুরে আহলে সুন্নাতুল... ইসরাইলের হামলায় ফিলিস্তিনি সাংবাদিক নিহত সুন্দরবনে ১১০ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক

চুরির মোবাইলে সেলফি তুলে বেড়াচ্ছেন চোর, খুঁজে পাচ্ছে না পুলিশ

 অনলাইন ডেস্কঃ সমকালনিউজ২৪

Warning: Uninitialized string offset 0 in /home/samakaln/public_html/wp-content/themes/samakalnews24/template-parts/content.php on line 38
চুরির মোবাইলে সেলফি তুলে বেড়াচ্ছেন চোর, খুঁজে পাচ্ছে না পুলিশ

রাজধানীর হাতিরঝিল থানা এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করেন ৬০ বছরের ফেরদৌসি বেগম। খুব শখের বসে মাত্র মাস খানেক আগে একটি স্মার্টফোন কিনেছেন তিনি। কিন্তু গত তিন সপ্তাহ ধরে তার শখের মোবাইল ফোনটি ব্যবহার করছেন অন্য একজন।

শুধু ব্যবহারই করছেন না, ফোনে নানা রকমের স্টাইলে সেলফি তুলে বেড়াচ্ছেন ওই ব্যক্তি। আর এটা দেখে আক্ষেপে ফেটে পড়ছেন ফেরদৌসি বেগম ও তার পরিবারের সদস্যরা। একইসঙ্গে ফোনে খোলা রাখা ই-মেইল অ্যাকাউন্টি নিয়েও চিন্তিত হয়ে পড়েছেন তারা। কারণ সেই ই-মেইলের মাধ্যমে যেকোনো ধরনের সমস্যায় পড়তে পারেন ফেরদৌসি বেগম।

তবে ফেরদৌসি বেগমকে এত চিন্তায় ফেলেছেন পরিচিত কেউ নন। এক চোর। সপ্তাহ তিনেক আগে ঘরের জানালার গ্রিল দিয়ে তার মোবাইলটি চুরি করে নিয়ে যায় চোর। আর সেই মোবাইলেই নিজের শত শত সেলফি ও ছবি তুলে দিব্যি আনন্দে ঘুরে বেড়াচ্ছেন চোর মহাশয়।

যেভাবে চুরি হয় মোবাইল

মোবাইল ফোনটি চুরির ঘটনার বর্ণনা দিয়ে ফেরদৌসি বেগম দৈনিক আমাদের সময় অনলাইনকে বলেন, ‘জানুয়ারি মাসের শেষের দিকে ভিভো ওয়াই অয়ান নাইন মডেলের ফোন কিনেছিলাম। অবদা রোডে আমাদের নিজেদের বাসা। এই বাসার দ্বিতীয় তলায় আমরা থাকি। গত ৭ ফেবুয়ারী রাত ৩টা থেকে ভোর সাড়ে ৫টার মধ্যে জানালা দিয়ে চোরে আমার মোবাইলটি চুরি করে নিয়ে যায়। আমার মোবাইলটি যেখানে রাখা ছিল আসলে সেখান থেকে শুধু মাত্র খালি হাতে সেটা জানালা দিয়ে নেওয়া সম্ভব নয়। চোরে হয়তো কিছু একটা ব্যবহার করে আমার মোবাইলটি নিয়ে গেছে।

যেভাবে ধরা পড়ল চোরের সেলফি

চোরের সেলফির বিষয়টি সম্পর্কে ফেরদৌসি বেগম বলেন, ‘৭ ফেব্রুয়ারি রাতে আমার মোবাইলটি চুরি হওয়ার পর ৮ তারিখ সারা দিন আমি বাসায় নানা জায়গায় খোঁজাখুঁজি করেছি। কিন্ত কোথাও না পেয়ে অবশেষে নিয়তি মেনে নেই। যে চোরে নিয়েছে আর কিছু করার নাই। আমি এ বিষয়ে পুলিশের কাছেও যায়নি।’

ফেরদৌসি বেগম বলেন, ‘তবে ৯ ফেবুয়ারি আমার ই-মেইলে আমি অপরিচিত এক ব্যক্তির অনেকগুলো ছবি দেখতে পাই। তখন আমি বুঝতে পারি যে, আমার মোবাইলে গুগল ড্রাইভে তো মোবাইলের ক্যামেরায় তোলা সব ছবি অটো সেভ হয়ে যায়। তার মানে চোরে আমার মোবাইলটিতে অন্য সিম তুলে নানা রকমের ছবি তুলছে। অর্থাৎ আমার মোবাইলটি চোর ব্যবহার করছে।’

ফেরদৌসি বেগম আরও বলেন, ‘তখন আমি সাহস পাই যে, যেহেতু চোরের কিছু ছবি পাওয়া গেছে। তাই এখন পুলিশের কাছে এই বিষয়ে অভিযোগ জানাতে পারি। এরপর আমি হাতিরঝিল থানায় গিয়ে মোবাইল হারানো সংক্রান্তে একটি সাধারণ ডায়েরি ( জিডি) দায়ের করি। জিডি নাম্বার ৪০২’।

চুরি করা মোবাইলে যেসব ছবি তুলেছেন চোর

ফেরদৌসি বেগমের চুরি হওয়া সেই ফোন থেকে যেসব ছবি গুগল ড্রাইভের মাধ্যমে এসেছে ওই সব ছবি থেকে দেখা যায়, আনুমানিক ২৫ বছর বয়সী এক যুবক গোল গলা টি-শার্ট পড়ে একাধিক স্থানে সেলফি তুলেছেন। ওই একই যুবক একটি প্রাইভেট কারের সামনের সিটে বসেও একাধিক সেলফি ও ছবি তুলেছেন। আবার অন্য আর একটি ছবিতে ওই যুবকে প্রাইভেট কারের চালকের সিটেও বসে থাকতে দেখা গেছে।

‘চুরি করা ফোনটি দ্রুতই উদ্ধার হবে’

ফোন চুরির বিষয়ে জানতে চাইলে ফেরদৌসি বেগমের দায়ের করা সাধারণ ডায়েরির (জিডি) তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) তরিকুল বলেন, ‘ফোন চুরির ঘটনাটি তদন্ত চলছে। আমরা প্রযুক্তির সাহায্যে চোরাই ফোনসহ চোরকে গ্রেপ্তারের চেষ্টা করছি’।

এসআই আরও বলেন, ‘যেহেতু ওই চোরের কিছু ছবি পাওয়া গেছে। অর্থাৎ চোরাই মোবাইলে ছবি তোলা হচ্ছে, তাতে এটা স্পষ্ট যে ফোনটি সচল রয়েছে। তাই খুব দ্রুতই চুরি করা ফোনটি উদ্ধার করা সম্ভব হবে।’

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
অপরাধ বিভাগের আলোচিত
বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজাকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করেছিলেন নওগাঁ জেলা হাসপাতালের ইনডোর মেডিকেল অফিসার ডা. মৌমিতা জলিল জুলি। এবার সেই জুলিকে শোকজ নোটিশ পাঠিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয়ের উপ সচিব শামীমা নাসরিন স্বাক্ষরিত শোকজ নোটিশে মাশরাফিকে নিয়ে তার ফেসবুক পোস্টের কথা তুলে ধরে বলা হয়, আপনার আচরণ একজন সরকারি কর্মকর্তার জন্য মানানসই নয় এবং অশোভনীয় আচরণ। এবং সরকারি কর্মচারী আচরণ বিধিমালার পরিপন্থী যা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩ (খ) মোতাবেক ‘অসদাচরণ’ হিসেবে গণ্য। এতে আরও বলা হয়, ‘এক্ষণে, সেহেতু সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩ (খ) মোতাবেক অসদাচরণের দায়ে অভিযুক্ত করে কেন উক্ত বিধিমালার অধীনে যথোপযুক্ত দণ্ড প্রদান করা হবে না তা এ নোটিশ প্রাপ্তির তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।’ উল্লেখ্য, সম্প্রতি নড়াইল সদর হাসপাতালে হঠাৎ পরিদর্শনে গিয়েছিলেন সংসদ সদস্য মাশরাফি। সেখানে তিনি কর্তব্যরত ডাক্তারদের কর্মস্থলে অনুপস্থিত পেলে একজন ডাক্তারের সঙ্গে মোবাইল ফোনে অনুপস্থিতির কারণ জানতে চেয়ে কথা বলেন। কথোপকথনের সে দৃশ্য পরবর্তীতে ফেসবুকে ছড়িয়ে পড়লে অনেকে যেমন মাশরাফিকে বাহবা দেন ঠিক তেমনি কেউ কেউ বিশেষ করে ডাক্তার সমাজ মাশরাফির কথার ধরণ নিয়ে প্রশ্ন তুলে তার সমালোচনা করেন। সেই সমালোচকদের একজন ডা. মৌমিতা জলিল। মাশরাফিকে নিয়ে অকথ্য ভাষা ব্যবহার করে তিনিও ফেসবুকে পোস্ট দেন, যা পরবর্তীতে ভাইরাল হলে স্বাস্থ্য মন্ত্রণালয়েরও নজরে আসে।
ওপরে