১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
চাঁদপুরে ৭৭ কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষায় ৩৪ হাজার... বরগুনায় মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি জাহাঙ্গীর... ইসরায়েলে ধংসযজ্ঞের প্রতিবাদে চাঁদপুরে আহলে সুন্নাতুল... ইসরাইলের হামলায় ফিলিস্তিনি সাংবাদিক নিহত সুন্দরবনে ১১০ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক

ছাএদল নেতার ধর্ষণের হুমকিতে, মুখ খুললেন ভুক্তভোগী শিক্ষার্থী

 আমতলী(বরগুনা) প্রতিনিধিঃ সমকালনিউজ২৪

আমতলী উপজেলা ছাএদল নেতা কর্তৃক ধর্ষনের হুমকির বিচার চেয়ে ‘বাঁচতে চাই,নিরাপত্তা চাই,অন্যায়ের বিচার চাই,ধর্ষণের হুমকির বিচার চাই,স্লোগান দিয়ে হুমকিদাতা ছাএদল নেতা ইমরান খানের গ্রেফতারের দাবীতে ‘মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা।

অভিযুক্ত ছাএদল নেতা হলেন, মোঃ ইমরান খান। তিনি উপজেলা ছাএদলের সদস্য সচিব।

বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী এক মানববন্ধন কর্মসূচী পালন করেন শিক্ষার্থীরা। মানবন্ধন কর্মসূচীতে শতাধিক সাধারন শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।

এ সময় বক্তব্য রাখেন, আমতলী সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী মোঃ নাদিম,মোঃ রেদওয়ান। আমতলী বকুলনেসা মহিলা কলেজের বিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রুবা প্রমূখ।

বক্তারা বলেন, ছাএদল নেতা ইমরান খান ফাতেমাতুজ্জোহরা মৈএি আপু একজন নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি ও তাকে অপহরনের চেষ্টা করা মানে আমতলী উপজেলার সকল নারীকে অপমান এবং হুমকি দেয়ার সমান। আমরা নারীরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি ! আইনশৃংখলা বাহিনীর প্রতি অনুরোধ থাকবে ধর্ষনের হুমকিদাতা সন্ত্রাসী ছাএদল নেতা ইমরান খান কে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবী জানাই।

ভুক্তভোগী ফাতেমুজ্জোহরা মৈএি কান্না কন্ঠে অভিযোগ করে বলেন, আমাকে ধর্ষণের হুমকি দিলে আমার নিরাপত্তার স্বার্থে থানায় সাধারণ ডায়রী করি। এরপর গত ১৬ মার্চ আমাকে অপহরন করার চেষ্টা করেন ছাএদল নেতা ইমরান খান, প্রতিনিয়ত আমি হত্যার হুমকি পাচ্ছি এবং জীবনের নিরাপওাহীনতা ভূগছি। প্রশাসনের কাছে হুমকিদাতা ছাএদল নেতা ইমরান খানের গ্রেফতারের দাবীও জানান ভুক্তভোগী নারী শিক্ষার্থী।

বরগুনা জেলা ছাএদলের সভাপতি ফয়জুল মালেক সজিব বলেন, ঘটনা জেনেছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আরিফুল ইসলাম বলেন,তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
বরগুনা বিভাগের সর্বশেষ
বরগুনা বিভাগের আলোচিত
ওপরে