নওগাঁর রাণীনগরে তথ্য অধিকার আইন-২০০৯ বিয়ষক এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা পরিষদ হল রুমে সহকারি কমিশনার (ভ’মি) টুকটুক তালুকদারের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ তথ্য কমিশন ও উপজেলা প্রশাসন এই অবহিতকরণ সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশনের গবেষনা, প্রকাশনা ও প্রশিক্ষণ বিষয়ক কর্মকর্তা ড. মো: আব্দুল হাকিম।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আল ফারুক জেমস, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ছনিয়া ইসলাম, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মফিজ উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশিষ কুমার ঘোষ, রাণীনগর সরকারি শের-এ বাংলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোফাখ্খার হোসেন খাঁন পথিক, মহিলা অনার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চন্দন কুমার মহন্ত, উপজেলার সকল ইউপি চেয়অরম্যান, সদস্য, শিক্ষকবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।