জ্ঞান বিজ্ঞানে করব জয়, সেরা হবো বিশ্বময় এই স্লোগানে টাঙ্গাইলের মির্জাপুরে ৪৬ তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা -২০২৫ উদ্ভোধন করা হয়েছে। আজ বুধবার ২৯ জানুয়ারি মির্জাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে মেলাটির আয়োজন করা হয়।
ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলাটি উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম। উদ্ভোধন শেষে মেলার প্রতিটি স্টল পরিদর্শন করেন তিনি।
এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।