বরগুনা জেলা গোয়েন্দা ডিবি পুলিশের অভিযানে আসাদুজ্জামান কিরণ নামের এক মাদক ব্যবসায়ীকে ইয়াবা সহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (২৭ জুন ২০২৪ ইং) সকাল সাড়ে সাতটায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একদল চৌকস টিম এসআই বশির আহমেদ,এএসআই রুবেল হোসেন, এএসআই হাসানুজ্জামান সঙ্গীও ফোর্স অভিযান চালিয়ে বরগুনা মহাসড়ক থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি সদর উপজেলার ,গৌরিচন্না ইউনিয়নের, নাকুরতলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ বশির আলম জানান গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে জানান তিনি।