আজ বিপিএলের প্রথম ম্যাচে মাশরাফির রংপুর রাইডার্সের সাথে লড়বে মুশফিকুর রহিমের চিটাগাং ভাইকিংস।
আর সেই ম্যাচ উপলক্ষে সাংবাদিকদের সাথে কথা বলে মুশফিক মাশরাফির সাথে দেখা করতে চলে যান রংপুরের মিনি ড্রেসিং রুমে। সেখানেই মুশফিককে দেখেই আনন্দের আতিশয্যে বুকে জড়িয়ে ধরলেন মাশরাফি। তারপর ঠিক বড় ভাইয়ের স্লেহে মুশফিকের গলা জড়িয়ে ধরলেন মাশরাফি।
এর পর গলা ধরাধরি করে কথা বলতে বলতে একাডেমি মাঠ ছেড়ে গিয়ে উঠলেন টিম বাসে। মাঠ ছাড়ার আগে উচ্চতায় অনেক খাটো মুশফিকের গলা জড়িয়ে মাশরাফির খুনসুটি, ‘তোরা তো দারুণ শক্তিশালি দল। আমার তো ভয় করছেরে। না জানি কি হয় কাল !’ মুশফিকও খুনসুটি বুঝে পাল্টা খুনসুটিই করতে করতে মাঠ ছাড়লেন।
সত্যি বলতে তাদের সম্পর্কটা সহযোগী সহযোদ্ধা, অধিনায়ক ও ক্রিকেটার ছাপিয়ে আপন ভাইয়ের মত।