১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
চাঁদপুরে দুর্বৃত্তদের গুলিতে সেলসম্যান নিহত,পরিবারে... পীরগঞ্জে এক ব্যক্তির মরদেহ উদ্ধার মতলবে যাত্রীবাহী দুটি লঞ্চ থেকে ১২ শ কেজি জাটকা উদ্ধার আদমদীঘিতে বাবা-ছেলের পথরোধ করে মারপিটের অভিযোগ মতলবে বিরাট গরু ছাগলের হাটের শুভ উদ্বোধন

থাইল্যান্ডের কাছে হারলো ভারত

 স্পোর্টস ডেস্কঃ সমকাল নিউজ ২৪

এশিয়ান কাপ বাছাইপর্ব খেলার প্রস্তুতি নিতে থাইল্যান্ডে প্রীতি ম্যাচ খেলতে গিয়েছিল ভারত। সেখানে গিয়ে লেজেগোবরে পারফরম্যান্স করে ২-০ ব্যবধানে হেরেছে ভারতীয়রা।

 

বুধবার (৪ জুন) থাম্মাসাত স্টেডিয়ামে বেঞ্জামিন ডেভিস ও পোরামেট আরজভিরাইয়ের করা দুই গোল স্বাগতিক থাইল্যান্ডকে সহজ জয় নিশ্চিত করে দেয়। যদিও থাইল্যান্ড এই ম্যাচে কয়েকজন মূল খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছিল।

 

উভয় দলই আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া এশিয়ান কাপ কোয়ালিফায়ার সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে। যে কারণে দু’দলের কোচই নিজ নিজ দলের ওপর পরীক্ষা-নিরীক্ষা চালান।

 

থাইল্যান্ডের কোচ মাসাতাদা ইশি তার মূল ফরোয়ার্ডদের বিশ্রামে রাখেন। তাতেও তাদের আক্রমণাত্মক ভঙ্গিমা বিন্দুমাত্র কমেনি। স্বাগতিকদের প্রথম গোলটি আসে ম্যাচের ৮ মিনিটে, দ্বিতীয়টি ৫৯ মিনিটে।

 

ভারতের পক্ষে লিস্টন কোলাসো মাঝে মাঝে কিছু গতি আনেন। তবে ধারাবাহিক চাপ তৈরি করতে পারেননি। প্রথমার্ধের শেষ মুহূর্তে অনন্য সুযোগ নষ্ট করেন তিনি। থাই গোলরক্ষক সারানন আনুইনকে একা পেয়েও গোল করতে পারেননি কোলাসো। তার শরীরের ভঙ্গিমা দেখে স্বাগতিক দলের গোলরক্ষক সহজেই বুঝে নেন, কী করতে যাচ্ছেন কোলাসো। যে কারণে ভারতীয় তারকার শট রুখে দিতে কোনো সমস্যা হয়নি থাই গোলরক্ষকের।

 

বদলি হিসেবে নামা লালিয়ানজুয়ালা আরেকটি ওয়ান-অন-ওয়ান মিস করেন। আনুইনকে কাটিয়ে শট নিলেও তা পোস্টের বাইরে চলে যায়। শেষমেশ ২-০ ব্যবধানে হেরেই মাঠ ছাড়ে ভারত। সূত্র: হিন্দুস্তান টাইমস।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
খেলাধুলা বিভাগের সর্বশেষ
ওপরে