দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২৪ এ ভূষিত হয়েছেন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বাদল নন্দী।
তিনি চাঁদপুর জেলা যুবলীগের সম্মানিত সদস্য ও মতলব দক্ষিণ উপজেলার হিন্দু – বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক।
শুক্রবার ৭ জুন কেন্দ্রীয় কচিকাঁচা মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে এ সম্মাননা লাভ করেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি এসএম মজিবুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ভাইস চেয়ারম্যান এম গোলাম ফারুক মজনু ও অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের মহাসচিব এমএইচ আরমান চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানের দেশের বরণ্য শিক্ষাবিদ ও গুণীজন উপস্থিত ছিলেন।