দাগনভূঞায় মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে মাইক্রোবাসে থাকা এক যাত্রী নিহত ও চালকসহ ৬ যাত্রী আহত হয়েছে।
গতকাল রবিবার মধ্য রাতে ফেনী -নোয়াখালী মহাসড়কে তৃণভূঞা বাড়ির দরজায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার মধ্যরাতে ফেনী- নোয়াখালী মহাসড়কের তৃণভূঞা বাড়ির দরজা নামক স্থানে যাত্রীবাহী মাইক্রোবাসের সাথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলে হাবিবুর রহমান পাটোয়ারী (৬৫)নামে এক বৃদ্ধ নিহত হন।
চালকসহ মাইক্রোবাসটিতে থাকা আরো ৬ জন যাত্রী গুরুতর আহত হয়।
সংবাদ পেয়ে স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে, দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
পরে আহতদের উন্নত চিকিৎসার জন্য রাতেই সকলকে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
আহত এক শিশু ও দুই নারীর অবস্থা অবনতি হওয়ায় কুমিল্লা সিএমএইচ হাসপাতালে তাদের প্রেরন করা হয়।
দাগনভূঞা থানা অফিসার ইনচার্জ (ওসি) আসলাম সিকদার জানান, তৃণভূঞা বাড়ি নামক স্থানে গতরাতে সড়ক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।