নেত্রকোনার দুর্গাপুরে কেরণখলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নানা আয়োজনের মধ্যদিয়ে মঙ্গলবার দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
স্কুলের প্রধান শিক্ষক মো. শামছুল হক এর সঞ্চলনায় এসএমসি সভাপতি মো. দুলাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান মো. আলতাবুর রহমান কাজল। বিশেষ অতিথি ছিলেন, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু তাহের ভুঞা, প্রধান শিক্ষক প্রনব পন্ডিত, মোঃ মজিবুর রহমান লিটন প্রমুখ। শিক্ষার্থীদের মাঝে ১৯টি বিষয়ের ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বক্তারা বলেন, জাতি গঠনে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার কোন বিকল্প নাই। উপস্থিত শিক্ষকদের কোমল মতি শিক্ষার্থীদের প্রতি ক্রীড়া, সাংস্কৃতিক চর্চা ও পড়াশুনার মান উন্নয়নে আরো শ্রম দেয়ার জন্য অনুরোধ জানান।