নেত্রকোনার দুর্গাপুরে ‘‘সাহসী অভিযাত্রায় দুই দশক’’ এই প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে যুগান্তর এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী।
সকাল ১০ঘটিকায় উপজেলা শিল্পকলা একাডেমিতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে প্রেসক্লাব মিলনায়তনে যুগান্তর‘র উপজেলা প্রতিনিধি তোবারক হোসেন খোকন এর সঞ্চালনায়, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় অন্যদের মধ্যে আলোচনা করেন, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি সাহাদাত হোসেন কাজল, মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীরেশ্বর চক্রবর্তী, স্বজন সমাবেশ এর আহবায়ক অধ্যাপক রফিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক এসএম রফিকুল ইসলাম রফিক, মাইকেল প্রদীপ বাউল, রাখী দ্রং, সাংবাদিক ধ্রæব সরকার, মোঃ জামাল তালুকদার, এইচ এম সাইদুল ইসলাম, সুমন রায়, ডাঃ কামরুল ইসলাম, জুয়েল রানা, ধনেশ পত্রনবীশ প্রমুখ।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিল্পী, পত্রিকাপাঠক, ব্যবসায়ী ও পত্রিকার এজেন্ট সহ সকল পেশার সুধীজন উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে উপজেলা শিল্পকলা একাডেমী এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।