৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আহত চাঁদপুরে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা টাঙ্গাইলের মির্জাপুরের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি... পার্বতীপুরে মুখোমুখি সংঘর্ষে নিহত-২, আহত-১ কালাইয়ে ২ দিন ব্যাপী বিজ্ঞান মেলা শুরু

দেশ ছাড়লেন সঙ্গীত শিল্পী সালমা

 অনলাইন ডেস্ক: সমকালনিউজ২৪
দেশ ছাড়লেন সঙ্গীত শিল্পী সালমা

রিয়েলিটি শো “ক্লোজআপ-ওয়ান”-এর মাধ্যমে সংগীত জগতে আর্বিভাব সঙ্গীত শিল্পী সালমার। প্রথম বিবাহ বিচ্ছেদের পর গত ৩১ ডিসেম্বর লোকগানের অন্যতম জনপ্রিয় এই শিল্পী পারিবারিকভাবে দ্বিতীয়বারের মতো বিয়ে করেন। তার দ্বিতীয় স্বামীর নাম সানাউল্লাহ নূরে সাগর। বার–অ্যাট–ল ডিগ্রির জন্য বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন তিনি। এবার সালমাও স্বামীর সঙ্গে লন্ডনে পাড়ি দিয়েছেন। গত সোমবার রাতে লন্ডনের উদ্দেশ্যে রওনা করেন সালমা-সাগর দম্পতি।
এ প্রসঙ্গে সালমা বলেন, ‘চলতি মাসের শুরুর দিকে দেশে আসে সাগর। সে দেশের আসার পর লন্ডনে যাওয়া বিষয়টি ঠিক করি। ঈদের আগে আর দেশে আসছি না। এ সময়টাতে লন্ডনের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করবো। তবে রোজার মধ্যে খুব একটা সম্ভব হবে না। এ সময়টাতে ইবাদত করতে হবে।’

তিনি আরো বলেন, ‘কোনো গানের কাজে যাচ্ছি না। তবে সেখানে গিয়ে যদি ভালো কোনো আয়োজনের প্রস্তাব পাই তাহলে গান করতেও পারি। তবে সেটা অবশ্যই ঈদ আয়োজনে। কবে ফিরবো এখনই ঠিক বলতে পারছি না। ঈদের পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেবো। বিয়ের পরে স্বামীর সঙ্গে এটিই আমার প্রথম লন্ডনযাত্রা।’

প্রসঙ্গত, ২০১১ সালে পারিবারিকভাবে দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিককে বিয়ে করেন সালমা। শিবলী সংগীত পরিবারের ছেলে হলেও পিতার উত্তরসূরি হিসেবে রাজনীতিতে যুক্ত হন। ২০১২ সালে ১ জানুয়ারি তাদের সংসারে কন্যা সন্তান স্নেহার জন্ম। সাংসারিক দ্বন্দ্বের কারণে ২০১৬ সালের ২০ নভেম্বরে তাদের বিচ্ছেদ হয়। সালমার মেয়ে স্নেহা তার বাবা শিবলীর কাছে থাকে বলে জানা যায়।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
ওপরে