৩০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
তালতলীতে টিসিবির পণ্য মুদির দোকানে বিক্রি, দোকানিকে ১৪... আক্কেলপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস... প্রাথমিক শিক্ষা হল মানুষের  জীবনের ফাউন্ডেশন... পাবর্ত্য শান্তিচুক্তি বাস্তবায়নে অনুষ্ঠিত হলো সপ্তম... আলহাজ্ব তোফাজ্জল হোসেন ঢালী উচ্চ বিদ্যালয়ে ঐতিহাসিক ৭ই...

নবনির্বাচিত পৌর মেয়র কে শুভেচ্ছা ক্রেষ্ট  দিলেন জহিরুল ইসলাম সৌরভ

  সমকালনিউজ২৪

বরগুনা নবনির্বাচিত  মেয়র জনসাধারণের আস্থার প্রতিক  এ্যাড. কামরুল আহসান মহারাজকে ৮নং বরগুনা সদর  ইউনিয়নের পক্ষ থেকে চেয়ারম্যান পদপ্রার্থী ডাঃ জহিরুল ইসলাম সৌরভ  ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট প্রদান করেন। বুধবার  সন্ধ্যায় পৌর মেয়র এর নিজস্ব কার্যালয়ে এ শুভেচ্ছা দেওয়া হয়। পরে ব্যাচ ৯২ এর পক্ষ থেকে তাঁর গলায় পারানো হয় ফুলের মালা।

ডাঃ জহিরুল ইসলাম সৌরভ বলেন  আমরা তার কাছে বরগুনা  পৌর সভার সার্বিক উন্নয়ন প্রত্যাশা করি।’‘আমাদের বরগুনা  পৌর সভার স্কুল কলেজের উন্নয়ন হলে শিক্ষার মান উন্নত হবে। এর জন্য বরগুনা  পৌরসভায় শিক্ষার সুন্দর পরিবেশ গড়তে নতুন মেয়রের সহযোগিতা প্রয়োজন। আমরা আশাবাদী, তিনি বরগুনা  পৌরসভার উন্নয়ন, শিক্ষা ও শান্তি সমৃদ্ধির জন্য কাজ করবেন।

তিনি সবার কাছ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা পেয়ে বলেন নবনির্বাচিত (বেসরকারিভাবে) এ্যাড. কামরুল আহসান মহারাজ , ‘আমি সবার দোয়া ও সহযোগিতা চাই।  বরগুনা  সভার উন্নয়নে ও মানুষের জন্য কাজ করতে চাই। আশা করি আমি একটি সুন্দর শহর  উপহার দিতে পারবো।

এ সময়ে উপস্থিত ছিলেন পৌর যু্বলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা, ১নং, ৩নং ও ৫ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর, ব্যাচ ৯২ এর মনিরুজ্জামান মনির, ৮নং সদর  ইউনিয়নের জহিরুল ইসলাম সৌরভ কর্মী- সমার্থক গন সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
বিশেষ প্রতিবেদন বিভাগের সর্বশেষ
ওপরে