নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের দক্ষিণ কারারচর মিলগেইটের পাশে কলাবাগান থেকে পুলিশ অজ্ঞাত পরিচয় তরুণীর (৩৫) লাশ উদ্ধার করেছে, ১২ ডিসেম্বর শনিবার সকালে লাশটি উদ্ধার করে লাশের ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানায় শিবপুর মডেল থানার এস,আই শামীনুর রহমান।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান,সকালে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে উপজেলার কারারচর কলা বাগান থেকে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে তরুণীর পরিচয় জানা যায়নি ।মৃতের শরীরে আঘাতে চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, পুর্বপরিকল্পিত তাঁকে হত্যা করা হয়েছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।