১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
চাঁদপুরে ৭৭ কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষায় ৩৪ হাজার... বরগুনায় মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি জাহাঙ্গীর... ইসরায়েলে ধংসযজ্ঞের প্রতিবাদে চাঁদপুরে আহলে সুন্নাতুল... ইসরাইলের হামলায় ফিলিস্তিনি সাংবাদিক নিহত সুন্দরবনে ১১০ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে জেলা প্রশাসকের বাজার মনিটরিং

 কাজী নজরুল ইসলাম,চাঁদপুরঃ সমকালনিউজ২৪

পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার স্থিতিশীল রাখার লক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার তদারকি, ব্যবসায়ীদের সাথে বৈঠকসহ নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

বুধবার (৫ মার্চ) দুপুরে তারই ধারাবাহিকতায় আকস্মিক বাজার পরিদর্শন করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি বাজারের বাস্তব চিত্র দেখার জন্য শহরের পালবাজার পাইকারী ও খুচরা পণ্যের দোকানগুলো ঘুরে দেখেন। এ সময় জেলা প্রশাসক ব্যবসায়ীসের সাথে কথা বলেন এবং বাজারে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না করার জন্য কঠোর সতর্কতা প্রদান করেন। পরিদর্শনকালে এক মুদি ব্যবসায়ী ভোজ্য তেলের ব্যাপারে অভিযোগ করলে তাৎক্ষনিক জেলা প্রশাসক ওই পরিবেশেকের সাথে কথা বলে কঠোর নির্দেশান প্রদান করেন।

জেলা প্রশাসক কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা বিজয়, বাজার ব্যবসায়ী পরিচালনা পর্ষদের সভাপতি হারুন পাটওয়ারীসহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, ব্যবসায়ীরা মূল্য তালিকা প্রদর্শন করছেন কীনা এবং স্বল্প ও সঠিক মূল্যে বিক্রি করছে কি না তা দেখার জন্য। যেসব ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা পাইনি তাদের আইনের আনা হবে। এছাড়াও আমরা ব্যবসায়ীদের সাথে বসে গরুর মাংস, খাসির মাংস, মুরগি ও ডিমের মূল্য নির্ধারণ করে দিয়েছি, তা পর্যবেক্ষণ করে সঠিক পাওয়া গেছে। আপাতত বাজার স্থিতিশীল অবস্থায় আছে। মাহে রমজান উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
চাঁদপুর বিভাগের সর্বশেষ
চাঁদপুর বিভাগের আলোচিত
ওপরে