২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
মধ্যপাড়া পাথর খনি এক মাস বন্ধের পর উত্তোলন শুরু আমতলীতে উপজেলা জাতীয়তাবাদী যুবদলের নেতা ফরাদ ফকির ও... ছাএদল নেতার ধর্ষণের হুমকিতে, মুখ খুললেন ভুক্তভোগী... জয়পুরহাটে প্রাইভেট কার-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ চাঁদপুরে পাঁচ ইউপি চেয়ারম্যান কারাগারে

নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা – মেঘনায় ইলিশ ধরায় কারেন্ট জাল সহ ৪১ জেলে আটক

 কাজী নজরুল ইসলাম, চাঁদপুরঃ সমকালনিউজ২৪

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরা অবস্থায় হাতেনাতে ৪১ জেলে কে আটক করেছে নৌপুলিশ।

গত ২৪ ঘন্টায় চাঁদপুর নৌ সীমানা বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয।

আটককৃতদের মধ্যে ১০ জনকে ১২ দিন এবং অপর ৮ জনকে ১০ দিনের বিনাশ্রম কারান্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া বাকিদের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা করা হয়েছে। অভিযানে জব্দকৃত ১ কোটি ৪৮ লাখ ৩ হাজার মিটার জাল পুড়িয়ে ফেলা হয়। এছাড়া ৯টি জেলে নৌকা ও ১৫১ কেজি ইলিশ জব্দ করা হয়।

চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.কামরুজ্জামান জানান, চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে নৌ পুলিশ সার্বক্ষণিক বিচরণ করছে। এর মধ্যেও কিছু জেলেরা নদীতে ইলিশের লোভে নেমে পড়ছে। প্রতিদিনই

পদ্মা-মেঘনার বিভিন্ন স্থান থেকে জেলেদের আটক করে চাঁদপুর থানায় নিয়ে আসা হচ্ছে। এদের মধ্যে অনেক জেলেকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা এবং অন্য ছেলেদের নিয়মিত মামলা দেয়া হচ্ছে।

এছাড়া জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জব্দকৃত ইলিশ কিছু এতিমখানায় বিতরণ এবং কিছু হিমাগারে সংরক্ষণ করা হয়।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
চাঁদপুর বিভাগের সর্বশেষ
চাঁদপুর বিভাগের আলোচিত
ওপরে