৩০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
তালতলীতে টিসিবির পণ্য মুদির দোকানে বিক্রি, দোকানিকে ১৪... আক্কেলপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস... প্রাথমিক শিক্ষা হল মানুষের  জীবনের ফাউন্ডেশন... পাবর্ত্য শান্তিচুক্তি বাস্তবায়নে অনুষ্ঠিত হলো সপ্তম... আলহাজ্ব তোফাজ্জল হোসেন ঢালী উচ্চ বিদ্যালয়ে ঐতিহাসিক ৭ই...

পর পর তিন ভূমিকম্পে ধ্বংস তুরস্ক-সিরিয়া, ৪ হাজার ছাড়াল মৃত্যু

  সমকালনিউজ২৪

পর পর তিনটি ভয়াবহ ভূমিকম্প। আর তাতেই একদিনেই ধ্বংসস্তূপে পরিণত তুরস্ক এবং সিরিয়া। দুদিনে মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে। লক্ষাধিক মানুষ গুরুতর জখম। জীবিতদের খোঁজে সন্ধান চালাচ্ছে উদ্ধারকারীরা। জানা গিয়েছে, তুরস্কতেই ভূমিকম্পের জেরে মারা গিয়েছে ২,৯২১ জন এবং সিরিয়ায় ১,৪৪৪ জন। দ্য গার্ডিয়ান সূত্রে খবর, এই মৃতের সংখ্যা বাড়তে পারে।

পর পর তিনটি ভূমিকম্প হয় তুরস্কে। কম্পনের মাত্রা ছিল ৭.৮, ৭.৬ এবং ৬। প্রথম কম্পনটির উপকেন্দ্র ছিল সিরিয়া সীমান্তে গাজিয়ানটেপ প্রদেশের নুরদুগি এলাকায়। দ্বিতীয়টি কাহরামানমারা প্রদেশের একিনজুতে হয়। শেষ কম্পনটি এই প্রদেশেরই গোকসুন এলাকায় হয়।

এদিকে, ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে এখন শ্মশানের নীরবতা। প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান সাতদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। সোমবার ভোর রাতে ভূমিকম্পের জেরে তুরস্কে ভয়াবহ পরিস্থিতিতে শোকস্তব্ধ তিনি। তাঁর সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আমেরিকার তরফে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
আন্তর্জাতিক বিভাগের সর্বশেষ
ওপরে