২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
বরগুনায় সংঘবদ্ধ ধর্ষণ, তিনজনের বিরুদ্ধে মামলা মহানবী (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে মতলবে বিক্ষোভ সমাবেশ বেতাগীতে অপহরণ মামলা ধামাচাপা দিতে মিথ্যা চাঁদাবাজির... আমতলীতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনা, নিহত -৩,অহত- ৪ একাধিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া

পাথরঘাটায় খাদ্য গুদাম কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  সমকাল নিউজ ২৪

সোহরাব হোসেন,বরগুনা প্রতিনিধিঃ

বরগুনার পাথরঘাটায় খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা অঞ্জন কুমার ডাকুয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে চলমান অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন।

শনিবার (১০ মে) বেলা ১১টায় নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, একটি স্বার্থান্বেষী মহল খাদ্য গুদাম থেকে অনৈতিক সুবিধা নিতে না পেরে আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে।

তিনি আরও জানান, এসব অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সত্য উদঘাটনে তিনি গণমাধ্যম এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা কামনা করেন।

ডিলার এবং স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, ২০২৪ সালের ১২ ডিসেম্বর পাথরঘাটা খাদ্য গুদামে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদানের পর থেকে অঞ্জন কুমার সঠিক নিয়মে ডিলারদের কাছে মাল হস্তান্তর করছেন। ডিলাররাও সময়মতো মাল পেয়ে সন্তুষ্ট। এমনকি স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানদেরও আর ভোগান্তি পোহাতে হচ্ছে না।

পাথরঘাটা উপজেলার খাদ্য গুদামের কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন এসেছে বলেও মন্তব্য করেন সুবিধাভোগীরা।

সংবাদ সম্মেলনে অঞ্জন কুমার ডাকুয়া এই ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানান।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
বরগুনা বিভাগের সর্বশেষ
বরগুনা বিভাগের আলোচিত
ওপরে