নাজিম হাসান,রাজশাহী সংবাদদাতা:
রাজশাহীর পুঠিয়া উপজেলায় শিশুর সামনে মায়ের গায়ে আগুন দেয়ার ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেফতারকৃত যুবকের নাম নাইম। পুলিশ বলছে, নাইম স্বীকার করেছে সে ওই নারীর শরীরে অকটেন ঢেলে আগুন লাগিয়েছে। তাকে ঢাকার ধামরাই এলাকায় নিজ বাসা থেকে নাইমকে গ্রেফতার করা হয়। নাইম স্থানীয় একটি কলেজে সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থী। নাইম পুলিশকে বলেছে, ফেসবুকে ওই নারীর (শিশুর মা) সঙ্গে সম্পর্কের জের ধরেই সে এই হামলা করেছে। এছাড়া প্রায় পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল জেরিনের। কিন্তু ছয় বছর আগে থেকেই তিনি বিবাহিত। পরকীয়া এই প্রেমের জেরেই জেরিনের মুখে আগুন জ্বলল। আর বোরখা পরে মশাল দিয়ে জেরিনের মুখে সেই আগুন দেন পরকীয়া প্রেমিক নাইম। জেরিন এখন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।এবিষয়ে রাজশাহী পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আবুল কালাম আজাদ জানান, বোরখা পরে আক্রমণ করায় এ ঘটনার কোনো ক্লু পাওয়া যাচ্ছিল না। তারা তথ্য-প্রযুক্তির মাধ্যমে নাইমকে শনাক্ত করেন। এরপর তাকে গ্রেপ্তার করা হলে তিনি সব স্বীকার করেন। এখন তাকে পুঠিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠাবে। উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি সকালে পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায় চার বছর বয়সী মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য বাসা থেকে বের হন ওই নারী। ওই সময় কেউ একজন বোরকা পরে এসে ওই নারীর ওপর দাহ্য পদার্থ ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যায়। দগ্ধ ওই নারীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরের দিন দুপুরে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। এরপর তার অবস্থার কিছুটা উন্নতি হয়। তিনি কথা বলতে পারছেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। এ ঘটনায় প্রথমে পুঠিয়া থানায় মামলা করা হয়। পরে পিবিআই-রাজশাহী মামলাটির তদন্ত শুরু করে।এবং নাইমকে ঢাকা থেকে গ্রেফতার করে।#
সর্বশেষ
রাজশাহী বিভাগ বিভাগের সর্বশেষ
রাজশাহী বিভাগ বিভাগের আলোচিত