আমন ধান কাটা শেষ হতে না হতেই, আগাম বোরো বীজতলা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন দিনাজপুরে ফুলবাড়ী উপজেলার কৃষকরা।
উপজেলা কৃষি অফিসার এটিএম হামীম আশরাফ বলেন,এ বছর ২ লাখ ৫৬ হাজার ১৩২ হেক্টর জমিতে বোরো ধান রোপণ করা হবে। উপজেলার কৃষকরা বোরো ধানের আশানুরুপ ফলন নিশ্চিত করতে তারা আগাম বোরো বীজতলা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন।
একদিকে চলছে ধান মাড়াইয়ের উৎসব অন্যদিকে আগাম বোরো ফসল উৎপাদনের জন্য বীজতলা তৈরির কাজে ব্যাস্ত রয়েছে এ এলাকার কৃষক। ক্ষুদ্র প্রন্তিক কৃষকেরা বলেন, চলতি বছর আমন ধানের আশানুরূপ ফলন হঔের বাজার দরে কিছুটা হতাশ। তবে তিব্র শীতকে উপেক্ষা করে একযোগে বীজতলা তৈরীর কাজে ব্যাস্ত হওয়ায়, শ্রমীক সংকট দেখা দিয়েছে।এই কারনে বেশি দরে শ্রমীক নিতে বাধ্য হচ্ছেন তারা,শ্রমিকের দাম বেশী হওয়ায় বোরো চাষে উৎপাদন খরচ বৃদ্ধি পাচ্ছে এমনটাই জানিয়েছেন কৃষকেরা। সকল বাধা ফেলে কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের পরামর্শে আগাম বোরো বীজতলা তৈরি শুরু করেছেন এ উপজেলার কৃষকরা।