বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বাজারে চৌধুরী কমপ্লেক্সের ছাদের উপর থেকে বিদ্যূতপিষ্ঠ হয়ে এক মেধাবী ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, কিচক ইউনিয়নের মল্লিকপুর ঠাকুর পাড়া গ্রামের রমজান আলীর ছেলে ও শিবগঞ্জ এম এইচ ডিগ্রি কলেজের রাব্বি টেইলার্সের মাস্টার মোহাম্মদ রমজান আলীর বড় মেধাবী ছাত্র রাফিউল ইলেকট্রিকের কাজ করতো। হঠাৎ তিনি চৌধুরী কমপ্লেক্সে মোবাইলে কথা বলতে বলতে ২য় তলা ছাদে গেলে পল্লী বিদ্যূতের মূল লাইনের সাথে বৈদ্যূতিক শর্ক খেয়ে নিচে পরে যায়। ঘটনাটি ঘটেছে বৈকাল ৪.ঘটিকায়।
স্থানীয়রা উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
পরে থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট করে। পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করে। বাদ এশা মরহুমের জানাযা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
রাফিউলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে মার্কেটের মালিক আঃ রাজ্জাক চৌধুরী ঐ লাইন সরানোর জন্য মোকামতলা পল্লী বিদ্যুৎ অফিসে একাধিকবার অভিযোগ দিয়েছে কিন্তু পল্লী বিদ্যুৎ অফিস কোনো কর্নপাত করে নাই। যদি পল্লী বিদ্যুৎ অফিস বিষয়টি একটু আমলে নিত। তাহলে আজকে রাফিউলের অকাল মৃত্যু হত না।
শিবগঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম (১) এ প্রতিবেক-কে বলেন, আমাদের ধারণা রাজ্জাক চৌধুরীর মার্কেটের উপর দিয়ে পার্শ্ববর্তী নুরুল হক চৌধুরীর মার্কেটে রবি মোবাইল কম্পানির যে টাওয়ার রয়েছে সেখানে খোলা তারের লাইনে বিদ্যূতের সংযোগ ছিলো দুই মার্কেটের মালিক ও পল্লী বিদ্যুৎ অফিসের উদাসীনতা এ দূর্ঘটনা অ্ন্যতম কারণ।
রাফিউলের মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন কিচক ইউপি চেয়ারম্যান এবিএম শাহজাহান চৌধুরী, শিবগঞ্জ টিচার্স ক্লাবের সভাপতি মোকছেদুর রহমান দুলু, সাংগঠনিক সম্পাদক জায়েদুল ইসলাম জিন্নাহ, জাতীয় সাংবাদিক কল্যান ফাউন্ডেশন শিবগঞ্জ উপজেলা সভাপতি রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক জিএম মিজান, সহ-সভাপতি শাহজাহান আলী, খালিদ হাসান, সাংগঠনিক সম্পাদক ইমরানুল হক, সহ-সাধারণ সম্পাদক গোলাম রব্বানি শিপন, প্রচার সম্পাদক সাজু মিয়া, দপ্তর সম্পাদক তৌহিদ মন্ডল, অর্থ সম্পাদক ফারুক হুসাইন প্রমূখ।