বগুড়ার আদমদীঘি থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে হেরোইন ও ইয়াবা উদ্ধার করে। এ ব্যাপারে আদমদীঘি থানা পৃথক দুইটি মামলা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের বন্তইর গ্রামের পরেশ আলীর ছেলে মাদক ব্যবসায়ী আব্দুস সামাদ সুলতান ওরফে বাবা সুলতান, একই গ্রামের ইয়ার উদ্দীনের ছেলে ইমান আলী এবং একই উপজেলার ছোট জিনইর গ্রামের কাদের শেখের ছেলে বাবলু শেখ।
আদমদীঘি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক এ প্রতিদেক-কে বলেন, তাদের কাছ থেকে মোট ১৩ গ্রাম হেরোইন ও ১৫টি ইয়াবা উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন এলাকায় মাদক ব্যবসা করে আসছিলো। বুধবারে তাদের আদালতে প্রেরন করা হয়েছে।