বরগুনা সদর উপজেলার বদরখালী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার ২০১৯-২০২০ খ্রি এর আলিম শ্রেনীর নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ গত কাল ১৫ জুলাই সকাল ১০ ঘটিকা মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসার অধ্যায়নরত শিক্ষার্থীদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ মাওলানা আসরাফ আলী ফরাজী। অনুষ্ঠানে নবীনদের ফুল দিয়ে বরণ এর পাশাপাশি এক মনোজ্ঞ ইসলামী সংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবীনদের উদ্দেশে বক্তব্য রাখেন গভর্নিং বডির অভিভাবক সদস্য জনাব মোঃ ইউনুস আলী, বাংলা প্রভাষক মোঃ জহিরুল হক, আববী প্রভাষক মো: সাইদুর রহমান, ইংরেজি প্রভাষক মো: জামাল হোসেন প্রমুখ ।
অনুষ্ঠানের শেষে নবাগত শিক্ষার্থীদের সাফল্য কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার সহকারী অধ্যাপক (আরবি) মো: শাহ আলম সিদ্দিকী ।